
সোমবার ০৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: শেয়ার বাজারে পতন চলছেই। বৃহস্পতিবার দিনের শুরু থেকেই বাজারের পরিস্থিতি খারাপ হতে শুরু করে। ফলে শুরু থেকেই বিনিয়োগকারীরা বাড়তি সতর্ক হয়ে যায়। এরপর দেখা যায় তাদের আশঙ্কা মিথ্যা নয়। বিএসই সেনসেক্স দিনের শুরুতেই ৫০০ পয়েন্ট নিচে চলে যায়। সেনসেক্স দিন শুরু করে ৭৭ হাজার ৬৬৮.৭২ পয়েন্ট দিয়ে। অন্যদিকে নিফটিও নিচের দিকে চলে গিয়ে হয়ে যায় ২৩ হাজার ৫৩৭.১০ পয়েন্টের দিকে।
এদিন দিনের শুরুতে সেনসেক্স ৪৪৮.২১ পয়েন্ট নিচে থেকেই নিজের যাত্রা শুরু করে। ফলে তার পয়েন্ট হয়ে যায় ৭৭ হাজার ৭০০.২৮ পয়েন্টে। এর সঙ্গে তাল রেখে নিফটিও ১৪২.৮৫ পয়েন্ট নিচের দিক থেকেই দিন শুরু করে। তখন তার পয়েন্ট ছিল ২৩ হাজার ৫৪৬.১০ পয়েন্ট।
শেয়ার বাজারের বিশেষজ্ঞরা মনে করছেন দিনের শুরুতে প্রতিদিনই দেখা যাচ্ছে শেয়ারের হাল বেহাল হয়ে পড়ছে। এজন্য কাউকেই সঠিকভাবে দায়ী করা যাচ্ছে না। যেভাবে দেশের ব্যাঙ্কিং সেক্টরের শেয়ারের পতন রয়েছে সেজন্য শেয়ার বাজারের এই নিম্নমুখী হাল চলবে।
তবে এদিন টিসিএস বেশ খানিকটা উপরের দিক থেকে তার যাত্রা শুরু করে। কিউথ্রি সিজনে টিসিএসের এই ফল বাজারকে কিছুটা হলেও ধরে রাখে। আইটি মার্কেটের ক্ষেত্রে টিসিএস যেভাবে কাজ করছে তারফলেই এই গ্রাফের হাল বলে মনে করা হচ্ছে। শুধু টিসিএস নয় টাটা এলেক্সি, জিটিপিএল হ্যাথওয়ে, মিশাখা এক্সিম, প্যাডম কটন ইয়ার্নস, টেমো প্রোডাকশান, ভিভো বায়ো টেক এই সব শেয়ারের দাম উপরের দিকে না উঠলেও নিজের জায়গায় স্থির রয়েছে।
শেয়ার বিশেষজ্ঞরা মনে করছেন বছরের শুরুতে বাজারের এই বেহাল দশা মোটেই কাম্য নয়। তবে যেহেতু বিদেশের বাজার বিশেষত মার্কিন দেশের অর্থনীতি এখন কিছুটা হলেও অস্থির অবস্থায় রয়েছে তাই সেদিক থেকে দেখতে হলে ভারতের শেয়ারবাজারে তার সরাসরি প্রভাব পড়েছে। অন্যদিকে জানুয়ারি মাস কেটে গেলেই ফেব্রুয়ারিতে বাজেট ঘোষণা করা হবে। তার উপরেও বেশ খানিকটা বাজারের ওঠানামা নির্ভর করবে। তবে দিনের শেষ যদি কমের দিকে যায় তাহলে দিনের শুরুতে তার প্রভাব পড়তে বাধ্য। শেয়ার বাজারের বর্তমান পরিস্থিতি সেদিকেই ইঙ্গিত দিয়েছে।
ডিজিটাল সোনা কিনলে অতিরিক্ত মুনাফা, জানুন কী কী লাভ? কিনার পদ্ধতি...
এপ্রিল মাসে জিএসটি আদায়ে নতুন রেকর্ড, কোন রাজ্যে কত শতাংশ জেনে নিন এখনই
ইউপিআই লেনদেন এবার আরও সহজ, ১৬ জুন থেকে কী বদল? জেনে নিন
৫০ বছর বয়সেই নিতে পারেন অবসর, কোথায় বিনিয়োগ করবেন দেখে নিন এখনই
সুদের হারে বড় বদল, ফিক্সড ডিপোজিটে বিনিয়োগের আগে দেখে নিন নতুন হিসেব
আরও সোনা মজুত করছে আরবিআই, কারণ জানলে আকাশ থেকে পড়বেন
‘শিগগিরই আসছি তোমার কাছে…’ ইরফানের মৃত্যুবার্ষিকীতে বাবিলের হৃদয়মথিত কবিতা, পড়ে চোখ ভিজল নেটপাড়ার
ফের কর্মী ছাঁটাই করল ইনফোসিস, কী কারণ দেখাল এই প্রতিষ্ঠান
সোনার দাম আর বাড়বে না! কী বলছেন বিশেষজ্ঞরা